তীব্র শীতে পোল্যান্ডে ২১ জনের মৃত্যু
তীব্র শীতে দুদিনে পোল্যান্ডে কমপক্ষে ২১ জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ও রোববার তাঁদের মৃত্যু হয়।
বিবিসির খবরে বলা হয়, গত সপ্তাহে দেশটির তাপমাত্রা হিমাঙ্কের ১৮ ডিগ্রি সেলসিয়াস বা শূন্য দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়। শনি ও রোববার ছুটির দুদিনে এ হতাহতের ঘটনা ঘটে।
গত নভেম্বর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তীব্র শীতে পোল্যান্ডে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৯। মৃত ব্যক্তিদের মধ্যে স্লোভাকিয়া সীমান্তের বরফ আচ্ছাদিত তাতরা পাহাড় থেকে পিছলে পড়ে মারা যাওয়া ছয়জনও রয়েছেন।
পোল্যান্ডের গণমাধ্যম দ্য লডজ পোস্ট জানিয়েছে, শীতের হাত থেকে গৃহহীন মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে দেশটির পুলিশ। হাইপোথারমিয়া বা শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খবর পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ সম্পর্কে নির্বিকার না থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ ও শহর রক্ষা বাহিনীর সদস্যরা।
পোল্যান্ডের বেশির ভাগ অঞ্চলে আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।