এবার ইরানের সাথে সম্পর্কচ্ছেদ করল কাতার
ইরান আর সৌদি আরবের দ্বন্দ্বের জেরে এবার তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কাতার। গত শনিবার তেহরানে সৌদি দূতাবাসে হামলার প্রতিবাদে রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশ।
কাতার নিউজ এজেন্সির খবরের বরাত দিয়ে এএফপি জানায়, তেহরানে হামলার প্রতিক্রিয়ায় তেহরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতকে গতকাল বুধবার প্রত্যাহার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের আগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরবসহ আরো চারটি দেশ।
গত শনিবার সৌদিতে শিয়া নেতা নিমরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের জেরে তেহরানে সৌদি দূতাবাস ও ইরানের দ্বিতীয় বৃহত্তম নগর মাশহাদে সৌদি কনস্যুলেট ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনার পর রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সোমবার বাহরাইন, সুদান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এবার এই কাতারে যোগ দিল আরব উপসাগরীয় অঞ্চলের এই দেশ।
এ ছাড়া সৌদি দূতাবাসে হামলার ঘটনার পর জর্ডান, জিবুতি ও তুরস্কও সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছে। সৌদি দূতাবাসের হামলার ঘটনার সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ‘সন্ত্রাসের অভিযোগে ৪৭ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের বিষয়টি সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়।’
একই ঘটনার প্রতিক্রিয়ায় জিবুতিও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ‘সীমিত’ করেছে। আর হামলার নিন্দা জানাতে ইরানের রাষ্ট্রদূতকে গতকাল তলব করেছে জর্ডান।
এদিকে ইরানে সৌদি আরবের দূতাবাস ও কনস্যুলেট ভবনে হামলার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকে সৌদি আরব ও ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও তুরস্ক।