লন্ডন থেকে ওড়ার পর বিমান উধাও!
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে থেকে ওড়ার পর একটি উড়োজাহাজ ‘উধাও’ হয়ে গেছে। সুইডেনের বোডো থেকে ৭৫ মাইল দূরের একটি এলাকায় গিয়ে এটি রাডার থেকে হারিয়ে যায়। তবে এর আগে বিপদের বার্তা পাঠায়।
আজ শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানায়, উড়োজাহাজটি নরওয়ের ট্রমসো যাচ্ছিল। কানাডা এয়ারের সিআরজে ২০০ উড়োজাহাজটি নরওয়ের আকাজাউর হ্রদ ও সুইডেনের ল্যাপল্যান্ড পর্বতের মাঝের একটি এলাকায় গিয়ে রাডার থেকে হারিয়ে যায়।
বিপদের বার্তা পাওয়ার পর পরই সুইডেনের উদ্ধারকর্মীরা ওই এলাকায় ছুটে যান। নরওয়ের উদ্ধারকর্মীরাও নেমে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর নরওয়ের একটি বিমান ধ্বংসাবশেষ দেখতে পায়।
সুইডেনে নিবন্ধন করা পোস্টাল উড়োজাহাজটিতে দুজন ইউরোপীয় নাগরিক ছিলেন বলে জানানো হয়েছে।