পক্ষত্যাগ করায় প্রকাশ্যে মাকে হত্যা আইএস জঙ্গির
ধর্ষণ, হত্যার কারণে ইসলামিক স্টেট (আইএস) সারা বিশ্বের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রথমবারের মতো কোনো আইএস জঙ্গির হাতে মাতৃহত্যার কথা জানা গেল। সিরিয়ার রাক্কা শহরে পক্ষত্যাগের অভিযোগে জনসম্মুখে নিজের মাকে গুলি করে হত্যা করেন আইএস জঙ্গি আলী সকর আল কাসেম।
মানবাধিকার সংগঠন রাক্কা ইজ বিয়িং স্লোটার্ড সাইলেন্টলি (আরআইবিএসএস) জানিয়েছে, ২০ বছর বয়সী আলী সকর শত শত মানুষের সামনে মাথায় গুলি করে তাঁর মা লিনা আল-কাসেমকে (৪৫) হত্যা করেছেন। লিনার বিরুদ্ধে পক্ষত্যাগের অভিযোগ আনে আইএস। এই সংগঠনকে যে ব্যক্তি সমর্থন করে না এবং এর বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করাটাই এর কাছে ন্যায়বিচার।
সিরিয়ায় গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, লিনার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি তাঁর ছেলেকে আইএস ছাড়ার এবং একসঙ্গে রাক্কা থেকে পালিয়ে যাওয়ার প্ররোচনা দিচ্ছিলেন। আলী সকর আইএসের শীর্ষ নেতাদের তাঁর মায়ের এই কথা জানান। তাঁরাই তাঁর মাকে হত্যার দণ্ড দেন এবং আলী সকরকে নিজ হাতে মাকে হত্যার নির্দেশ দেন।
সংগঠনটি আরো জানায়, এই নির্দেশ পাওয়ার পর আলী সকর নিজ হাতে শত শত মানুষের সামনে তাঁর মাথায় গুলি করে হত্যা করেন।
ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, কেন আলী সকরকে নিজের মাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, তা জানা যায়নি। কিন্তু রাক্কার পোস্ট অফিসের বাইরে তাঁকে হত্যা করা হয়েছে কারণ এখানে তিনি কাজ করতেন।