চীন ধ্বংস করল মাওয়ের বিশাল স্বর্ণমূর্তি!
মাও সেতুংয়ের বিশাল স্বর্ণমূর্তিটি কয়েক দিন আগেই তো উঠল। কিন্তু ধ্বংস হলো কেন—জানে না ঝুশিগ্যাং গ্রামের কৃষকরা। তাদের কাছে মাও দেবতা। মাও ত্রাণকর্তা।
পিপলস নেট নিউজ পোর্টাল স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, নিবন্ধন না করা এবং অনুমোদন না নেওয়ার কারণে মূর্তিটি ধ্বংস করা হয়েছে।
বিচূর্ণ মূর্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাও সে তুং। দেশটির হেনান প্রদেশের মাও সমর্থক কৃষক ও ব্যবসায়ীরা চার লাখ ৬০ হাজার ডলার বা তিন কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৩৭ মিটার উচ্চতার একটি মাও মূর্তি তৈরি করেন। মূর্তিটি সোনার প্রলেপযুক্ত। গত ডিসেম্বরে এই মূর্তি বানানোর কাজ শেষ হয়। পরে ঝুশিগ্যাং গ্রামের একটি ফাঁকা মাঠে আগে এটি স্থাপন করা হয়।
মাও সে তুংয়ের ১২২তম জন্মদিনও জাঁকজমকপূর্ণভাবে পালন করে ঝুশিগ্যাং গ্রামবাসীরা।
এর পর ৪ জানুয়ারি আকস্মিকভাবে মূর্তিটির ভাঙা কিছু ছবি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় মাওয়ের মাথা কালো কাপড় দিয়ে ঠেকে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এই মূর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ বলেন, এটা শুধু শুধু সম্পদ নষ্ট করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, ভুল জায়গায় স্থাপন করা হয়েছে।