ফ্রান্সে সবার জন্য খুলল শত শত মসজিদের দরজা
ফ্রান্সে সব ধর্মের মানুষের জন্য শত শত মসজিদের দরজা খুলে দেওয়া হয়েছে। ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবার উদ্দেশে বলা হয়েছে, ‘আসুন চা পান করি আর ইসলাম নিয়ে কথা বলি।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রান্সের মুসলমানদের শীর্ষস্থানীয় সংগঠন ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এর আয়োজন করেছে। ‘জাতীয় ঐক্যের’ উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফ্রান্সে রম্য ম্যাগাজিন ‘শার্লি এবদো’ এবং এক সুপারমার্কেটে জঙ্গি হামলার প্রথম বার্ষিকীতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিএফসিএমের সভাপতি আনোয়ার কেবিবেচ বলেন, ‘এর উদ্দেশ্য হলো এমন একটি স্থান তৈরি করা যেখানে সবাই একত্রিত হতে পারবে এবং সাধারণ মুসলমানদের সঙ্গে মিশতে পারবেন।’ তিনি বলেন, হামলার বার্ষিকীতে এ ধরনের কার্যক্রম গ্রহণ করার কারণ হলো, ইসলামের প্রকৃত গুণাবলি সম্পর্কে মানুষকে অবহিত করা।
প্রসঙ্গত, ফ্রান্সে গত বছর বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়েছে। এর পর থেকে সেখানে মুসলিম বিদ্বেষের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় মুসলমান রয়েছে ফ্রান্সে। এর বেশির ভাগই উত্তর আফ্রিকার সাবেক ফরাসি উপনিবেশগুলো থেকে দেশটিতে গেছেন।