মাদক সরবরাহের দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশির কারাদণ্ড
মাদক সরবরাহ ও অবৈধ অর্থ রাখার দায়ে পূর্ব লন্ডনের বাসিন্দা এক যুবককে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আইটিভির খবরে জানানো হয়, দণ্ডিত যুবক শিপু মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক।
গত বছরের ১০ জুন পূর্ব লন্ডনের প্রিন্স মেরিডিয়ান সড়কের একটি বাড়ি থেকে বিপুল মাদক ও অবৈধ অর্থসহ আটক করা হয়েছিল শিপু মিয়াকে। সে সময় তাঁর কাছ থেকে দুই কেজি হেরোইন, এক কেজি কোকেন, মাদক প্রস্তুতে প্রয়োজনীয় ৫৪ কেজি রাসায়নিক ও নগদ প্রায় এক লাখ ৭০ হাজার পাউন্ড উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।
এর পর অক্টোবরে মাসে স্ন্যর্সব্রুক ক্রাউন কোর্টে অবৈধ হেরোইন ও কোকেন সরবরাহের দায়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। এর আগে একই আদালত শিপুকে অবৈধ মুদ্রা রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
এর পর শিপুর বিরুদ্ধে মাদক সরবরাহ ও অবৈধ অর্থ রাখার মামলা করে পুলিশ। মামলার অভিযোগপত্রে বলা হয়, লন্ডনের ফোর্ড রোডের বাসিন্দা শিপু টাওয়ার হ্যামলেট এলাকায় মাদক বিক্রি করতেন। এই মাদকদ্রব্য মেশানো এবং তৈরির কাজ করা হতো পূর্ব লন্ডনের মেরিডিয়ান রোডে।
এদিকে, মাদক সরবরাহকারীর কারাদণ্ডের রায়ের প্রভাব লন্ডনের অন্য মাদক বিক্রেতাদের ওপর পড়বে উল্লেখ করেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের অর্গানাইজ ক্রাইম কমান্ডের ডিসি ম্যাথু ফয়। তিনি বলেন, ‘মাদক বিক্রি করে যারা জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ রায় তাদের একটি পরিষ্কার বার্তা দেবে।’