পাকিস্তানে পালিয়ে ভারতীয় তরুণীর বিয়ে, অতঃপর
ফেসবুকে প্রেম। অতঃপর দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশি নাগরিককে বিয়ে। কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁকে দেশে ফেরত পাঠাতে চাচ্ছে সে দেশের কর্তৃপক্ষ। কিন্তু এই তরুণী তাঁর স্বামীর সঙ্গে সেখানেই সুখের সংসার করতে চান।
ভারতীয় নাগরিক মেহেরুন্নিসা (২২) ও পাকিস্তানের ইজাজ খানের (২৪) মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রেম হয়। ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেতে দুই মাস আগে মেহেরুন্নিসা ভারত থেকে সঠিক ভিসা নিয়েই পাকিস্তানে গিয়ে ইজাজকে বিয়ে করেন। মেহেরুন্নিসার ভিসার মেয়াদ মাত্র তিনদিন থাকতে এই দম্পতি গত সপ্তাহে তাঁদের বিয়ের কথা প্রকাশ করেন।
মেহেরুন্নিসা জানান, তাঁর বাড়ি ভারতে। সঠিক ভিসা নিয়ে পাকিস্তানে গিয়ে নিজের ইচ্ছাতেই ইজাজ খানকে বিয়ে করেছেন। যদি ভিসার মেয়াদ না বাড়িয়ে তাঁকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়, তাহলে তাঁকে হয়তো পাকিস্তানবিরোধী সংগঠনগুলোর হুমকির মুখে পড়তে হতে পারে।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, মেহেরুন্নিসা মানবিক দিক বিবেচনা করে তাঁর ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি তাঁর স্বামীর সঙ্গে এখানে সুখে আছেন বলেও জানিয়েছেন।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, মেহেরুন্নিসার ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।