মিসরের পিরামিড ও স্ফিংস গুঁড়িয়ে দিতে আইএসকে আহ্বান
প্রাচীন পৃথিবীর সপ্তমাশ্চর্যের অন্যতম মিসরের স্ফিংস ও মধ্যযুগের আরেক সপ্তাশ্চার্য পিরামিড গুঁড়িয়ে দিতে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েতের এক ধর্মীয় নেতা। ইরাকের প্রাচীন আসিরীয় ও নিমরুদ শহর ধ্বংসের পর মিসরের পিরামিড ও স্ফিংস ধ্বংসে এ আহ্বানের খবর কাতারের দৈনিক আল ওয়াতানে গতকাল সোমবার প্রকাশিত হয়।
কাতারের দৈনিকটির খবরের সূত্রে ইংরেজি সংবাদমাধ্যম আরটি নিউজ ইব্রাহীম আল কান্দারি নামের ওই ধর্মীয় নেতা বলেন, মুসলমানদের ফারাওয়ের তৈরি স্থাপনা ধ্বংসের সময় এসেছে। তিনি আরো বলেন, এসব পুরাকীর্তি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কিন্তু ধর্মীয় নয়। ছবি ও মূর্তিপূজা বন্ধে মুসলমানদের এগুলো ধ্বংস করতে হবে।
মিসরের এই ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংসের আহ্বান জানিয়েছেন আইএস নেতা আবু বাকার আল বাগদাদীও। তিনি ‘ধর্মীয় কর্তব্যের’ ডাকে সাড়া দিয়ে এই স্থাপনাগুলো ধ্বংসের কথা বলেন। আরটি নিউজ আল আলেম নামে সৌদি আরবের একটি সংবাদপত্রের সূত্রে এ তথ্যও জানিয়েছে।
সপ্তাশ্চার্যের অন্যতম গ্রেট স্ফিংস সিংহের শরীরে মানুষের মাথা সংবলিত বিশাল এক ভাস্কর্য। এই ভাস্কর্যে আস্ত একটা বিশাল পাথরকে সিংহের শরীরের অবয়ব দেওয়া হয়েছে, আর তার ওপর খোদাই করা হয়েছে মানুষের মাথা। এখনকার কায়রোর সন্নিকটে নীল নদের পশ্চিম তীরে খুফুর পিরামিডের কাছে পূর্বমুখী গ্রেট স্ফিংসের অবস্থান।
দুই হাজার বছরেরও বেশি পুরনো এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষিত ইরাকের হাত্রা নগরী আইএস যোদ্ধারা ধ্বংস করেছে বলে শনিবার ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়। এর আগে গত সপ্তাহে আসিরীয় সভ্যতার নগরী নমরুদের বিভিন্ন পুরাকীর্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় আইএস।