ইন্দোনেশিয়ায় বোমা হামলায় নিহত ৬, গোলাগুলি চলছে
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। ঘটনাস্থলের আশপাশে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। রাজধানীর রাষ্ট্রপতির বাসভবন ও জাতিসংঘ কার্যালয়ের কাছে সারিনাহ বিপণিবিতানের বাইরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের কাছে থাকা জাতিসংঘের কর্মকর্তা জেরেমি ডগলাস বিবিসিকে জানান, এখনো গোলাগুলি চলছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
জেরেমি ঘটনাস্থল থেকে দেড়শ’ মিটার দূরে ছিলেন। তিনি বলেন, ‘তৃতীয় বোমা হামলার পরপরই আমি আমার কার্যালয় ভবনে দৌড়ে চলে আসি। ভবনে ১০ তলায় আমার অফিস। সেখানে আসতে আসতে আমি ছয়বার বোমার শব্দ শুনতে পেয়েছি।’
ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সাধারণ মানুষকে ঘরে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।
এর আগেও ইন্দোনেশিয়ায় বিভিন্ন সময়ে ইসলামী জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে।
সম্প্রতি তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) হুমকি দেওয়ার পর দেশটিকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে জাকার্তায় হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। তবে বৃহস্পতিবারের হামলার পেছনে কারা রয়েছে, এ ব্যাপারে পুলিশ এখনো কিছু জানতে পারেনি।
২০০৯ সালে ম্যারিয়ট ও রিটজ হোটেলে হামলার পর এটাই প্রথম ইন্দোনেশিয়ায় ভয়াবহ সিরিজ বোমা হামলা। মূলত তখন থেকেই দেশটিতে সন্ত্রাসের মানচিত্র নাটকীয়ভাবে পাল্টাতে শুরু করে।
তবে আজকের হামলার ধরন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন বলে বিবিসি জানিয়েছে।