এই হলো এখনকার দামেস্ক
সিরিয়ায় চার বছর ধরে চলছে যুদ্ধ। গৃহযুদ্ধ চলছিল। পরে শুরু হয় আন্তর্জাতিক যুদ্ধ। বহুমুখী এক যুদ্ধে এখন দেশটি বিধ্বস্ত।
এরই মধ্যে সিরিয়ায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। দেশটির জনসংখ্যার অর্ধেক এক কোটি ১০ লাখ মানুষ অন্যত্র পালিয়ে গেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের প্রধান মিত্র ইরান। ২০১১ সালের মার্চ মাস থেকে ইরান তাঁকে সহায়তা করে আসছে। আসাদের আরেক মিত্র রাশিয়া গত বছর ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলার মাধ্যমে সিরিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে।
অনেকে মনে করেন, আজকের সিরিয়ার যে অবস্থা এটা মোটাদাগে আরব-বসন্তের নগদ প্রতিফল। ২০১১ সালে আরব-বসন্তের সময় আসাদের নিয়মিত সৈন্য বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ ফ্রি সিরিয়ান আর্মি নাম ধারণ করে আসাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আর তাদের মার্কিন নেতৃত্বে তুরস্ক ও সৌদি আরবের সহায়তায় অস্ত্র, প্রশিক্ষণ এবং অর্থ দিয়ে আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ব্যবহার করা হয়।
নিচের ভিডিওটি সিরিয়ার রাজধানী দামেস্কের। ড্রোনচালিত ক্যামেরায় তোলা ভিডিওতে দেখুন একসময়ের শান্তিপূর্ণ শহরটির কী অবস্থা!
Video: This is Damascus, the capital city of Syria. Watch this heartbreaking video to see what an unnecessary war has done to a peaceful country...
Posted by Press TV on Thursday, January 14, 2016