জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত আইএসের
‘জিহাদি জন’ হিসেবে পরিচিত মোহাম্মদ ইমওয়াজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির ইংরেজি ভাষার সাময়িকীতে বিষয়টি জানানো হয়েছে।
জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’ জানায়, ইংরেজি সাময়িকী ‘দাবিক’-এ ইমওয়াজির ‘প্রশংসাসূচক একটি জীবনী’ দেওয়া আছে।
ইমওয়াজি কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন। বিভিন্ন ভিডিওতে নিজেকে জিহাদি জন হিসেবে পরিচিত করতেন তিনি।
সাইট ইন্টেলিজেন্স জানায়, জিহাদি জনকে নিয়ে দাবিকে লেখা একটি নিবন্ধে বলা হয়, ‘কাফেরদের (অবিশ্বাসী) বিরুদ্ধে তাঁর (জিহাদি জন) কঠোর অবস্থান কাজে প্রমাণ হয়েছে। কুফরে বিশ্বাসী সব জাতি, ধর্ম ও গোষ্ঠীর মনে জ্বালা ধরিয়ে দিয়েছিলেন তিনি, যা গোটা বিশ্ব দেখেছে।’
সাইট ইন্টেলিজেন্সের মতে, দাবিকের নিবন্ধে জিহাদি জনকে ‘সম্মানিত ভাই’ সম্বোধন করা হয়েছে। এতে বলা হয়, ‘ক্ষমা ও উদারতা’র জন্য তিনি পরিচিত ছিলেন।