পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ২১
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে বাচ্চা খান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকালে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারী গুলিবর্ষণের আওয়াজ পাওয়া গেছে। একই সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকের দেয়াল বেয়ে ভেতরে প্রবেশ করে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জিও টিভিকে জানান, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের কাছে পরপর দুটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তিনি। তবে এটি আত্মঘাতী বোমা হামলা কি না, তা তিনি বুঝতে পারেননি।
এ সময় নিজেদের বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের টয়লেট ও পরীক্ষার হলগুলোতে ছুটে যান শিক্ষার্থী ও কর্মকর্তারা।
ঘটনার খবর পেয়েই সেনাসদস্যরা বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বন্দুকধারীদের সঙ্গে তাঁদের গোলাগুলি চলে। প্রায় তিন ঘণ্টা ধরে এই গোলাগুলি চলে। এ সময় অন্তত চার হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
এই হামলার জন্য তালেবানদের সন্দেহ করা হচ্ছে।
এর আগে ২০১৪ সালে পেশোয়ারের কাছের একটি স্কুলে হামলা চালিয়ে ১৩০ শিক্ষার্থীকে হত্যা করেছিল তালিবানরা।