গরিলার খাঁচায় পড়ে গেল শিশু, এর পর যা হলো
‘বেবিস ডে আউট’ চলচ্চিত্রের কথা মনে আছে। ওই চলচ্চিত্রের একটি দৃশ্যে গরিলার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল শিশুটি। আর ওই গরিলা শিশুটিকে রক্ষা করেছিল দুষ্কৃতকারীদের কাছ থেকে। গরিলা কি শিশুদের সঙ্গে এমনই আচরণ করে? সম্প্রতি বাস্তবেই গরিলার খাঁচায় শিশুকে দেখা গেল।
যুক্তরাজ্যের চ্যানেল আইল্যান্ড চিড়িয়াখানায় জাম্বো নামে এক গরিলা ও তার বাচ্চাদের রাখা হয়েছে উঁচু দেয়াল ঘেরা একটি স্থানে। সম্প্রতি উঁচু দেয়াল থেকে লেভান মেরিট নামের এক পাঁচ বছরের ছেলেশিশু পড়ে যায়। এর পর যা হলো অকল্পনীয়!
বালকটির কাছাকাছি নিজের বাচ্চাদের নিয়ে হাজির হয় জাম্বো। দেয়ালের চারপাশে উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে ছিলেন দর্শনার্থীরা। কী ঘটেছিল তার পর?
দেখুন ভিডিওতে :