কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৪
কানাডার একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুজন।
দেশটির সাসকেচুয়ান প্রদেশের উত্তরাঞ্চলের লা লোশ আদিবাসীদের কমিউনিটি স্কুলে এই ঘটনা ঘটে।
লা লোশ কমিউনিটি স্কুলে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে। এটিতে কিন্ডার গার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গুলিতে হতাহত শিক্ষার্থীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কী কারণে বা কীভাবে এই হামলা হয়েছে, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
জাস্টিন ট্রুডো বলেন, ‘আজকের ঘটনা দেশের প্রত্যেক অভিভাবকের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে থাকবে।’
ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, ঘটনার সময় ছয়টির বেশি গুলির আওয়াজ পেয়েছে তারা।
স্কুলটির ১০ম শ্রেণির শিক্ষার্থী নোয়েল ডেসজারলাইস সিবিসি নিউজকে জানিয়েছে, ‘হামলার সময় দ্রুত স্কুলের বাইরে বেরিয়ে আসি আমি। সে সময় আতঙ্কে সবাই চিৎকার করতে থাকে। আমি বের হওয়ার আগেই ছয় থেকে সাতটি গুলির আওয়াজ শুনতে পাই। আমি বেরিয়ে আসার পর নিশ্চয়ই সেখানে আরো গোলাগুলি হয়েছে।’
সাসকেচুয়ান প্রদেশের মুখ্যমন্ত্রী ব্র্যাড ওয়াল স্কুলটিতে গুলি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। তবে হতাহতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
ব্র্যাড ওয়াল হতাহতের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কানাডায় শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুকধারীদের হামলা নতুন নয়। ১৯৮৯ সালে দেশটি মন্ট্রিলের ইকোল পলিটেকনিক ইনস্টিটিউটে এক বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহত হয়েছিল। এর দীর্ঘদিন পর হামলার শিকার হলো একটি স্কুল।