পাকিস্তান-আফগান সীমান্তে ‘নতুন ইসলামিক স্টেট’
ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নতুন আরেকটি রাজ্যের ঘোষণা দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সেখানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির অধীনে ইসলামী শরিয়াহ আইন চালু হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খোরাসান অঞ্চলকে পাঁচটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে এই শাসনকাজ পরিচালনা করা হচ্ছে। আইএসের ম্যাগাজিন দাবিকের ১৩তম সংখ্যায় এমন দাবি করেছে এই জঙ্গি সংগঠনটি।
দাবিকের ১৩তম সংখ্যায় জানানো হয়েছে, আইএসের গঠনতন্ত্র অনুসারে ‘খোরাসান’ শাসকের পদবি ‘আমির’। দাবিকের সঙ্গে সাক্ষাৎকারে আইএসের খোরাসান রাজ্যের আমির শায়খ হাফিজ সাঈদ খান বলেছেন, একসময় মুসলমানদের শাসনে থাকা ভারতকে পুনরায় দখল করা হবে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হাফিজ সাঈদ খান মোল্লা সাঈদ ওরাকাজি নামেও পরিচিত। তিনি আগে তেহরিক-ই তালেবান পাকিস্তানের একজন কমান্ডার ছিলেন। এখন তিনি আইএসের সদস্য এবং খোরাসানে সংগঠনটির সামরিক ও প্রশাসনিক প্রধান হিসেবে কাজ করছেন।