ওয়াশিং মেশিনে ধুয়ে গেল ৩৭০ কোটি টাকার ভাগ্য
কথায় আছে, কপালে না থাকলে নাকি অনেক কিছুই হয় না। এই কথাটির মর্ম এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছেন ইংল্যান্ডের উইস্টার শহরের বাসিন্দা সুসানে হিন্তে। ভাগ্য সহায় না হলে যা হয় আর কি! ২৬৪ কোটি টাকার লটারি পেয়েও তা হাত ছাড়া হয়ে যাচ্ছে তাঁর।
দ্য মিরর জানিয়েছে, ১০ পাউন্ডের লটারির টিকেট কিনে ৩৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩৭০ কোটি টাকা) জিতেছিলেন সুসানে। কিন্তু কপাল খারাপ হলে যা হয়! বেখেয়ালে লটারির টিকেটসহ পোশাক ধুয়েছিলেন ওয়াশিং মেশিনে। পরে সেই প্যান্ট শুকিয়ে তুলে রেখেছিলেন আলমারিতে। ওটার পকেটে যে লটারির টিকেট আছে তা ভুলে গিয়েছিলেন তিনি।
কদিন পরে তাঁর মোবাইলে মেসেজ এলো, আপনি ৩৩ মিলিয়ন পাউন্ড জিতেছেন। এই মেসেজ দেখেই টিকেটের খোঁজ। আর খুঁজতে খুঁজতে যে অবস্থায় পাওয়া গেল সেভাবে না পেলেই বোধহয় ভালো ছিল। কারণ ধোয়ার পর নম্বর, সিরিয়াল নম্বর ও বারকোডসহ কিন্তু অনেক লেখাই মুছে গিয়েছিল বিজয়ী টিকেটের।
দ্রুত এই ‘প্রায় বাতিল’ টিকেটটি নিয়ে লটারি প্রতিষ্ঠানের দারস্থ হন ওই নারী। কিন্তু লটারি কর্তৃপক্ষ জানায়, তাঁদের নির্দেশনায় স্পষ্টভাবে জানানো আছে, নম্বর ঘোষণার পর কেউ যদি দাবি করেন যে তার কাছে লটারির নম্বর বিজয়ী টিকেটটি ছিল কিন্তু সেটা হারিয়ে গেছে কিংবা চুরি হয়েছে অথবা কাপড় ধোয়ার সময় নষ্ট হয়ে গেছে। তাহলে এর জন্য পরবর্তীতে ৩০ দিনের মধ্যে কোম্পানিকে অবহিত করতে হবে। এ বিষয়ে কোম্পানি প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, লটারি আয়োজনকারী প্রতিষ্ঠানটি ওই টিকেট যাচাই বাছাই করে দেখছে।
ওই নারী যে দোকান থেকে টিকেটটি ক্রয় করেছিলেন সে দোকানের মালিক মিররকে জানান, ‘আমার কাছে যখন লটারিটা আসে, তখন সেটার অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন পুরোটাই নির্ভর করছে লটারি সংস্থার ওপর। ওরা যদি এর থেকে কিছু বের করতে পারে এবং বুঝতে পারে এটাই সেই মহামূল্যবান লটারি, তাহলে উনি টাকা পাবেন।’
তাই আপাতত লটারি সংস্থার ওপরই নির্ভর করছে সুসানে হিন্তের লটারিভাগ্য।