ক্যামেরুনে আত্মঘাতী হামলা, নিহত ২৫
উত্তর ক্যামেরুনে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, বোদো শহরের একটি বিপণি বিতানে এই হামলা চালানো হয়। অন্তত তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী এর সঙ্গে জড়িত ছিল।
নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।
ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তিন হামলাকারীর মধ্যে দুজনই ছিল কিশোরী। তারা শস্যের বস্তার ভেতরে বোমা লুকিয়ে এনেছিল।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুজন হামলাকারী সরাসরি বিপণি বিতানের ভেতরে হামলা চালায়।
‘আনুমানিক সকাল ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় আমরা বিপণি বিতানটির ভেতরেই ছিলাম। এর দুই মিনিটের মাথায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এরপর আমরা পালাতে শুরু করি’, বলেন ওই প্রত্যক্ষদর্শী।
গত মাসে এই বোদো শহরেই দুই আত্মঘাতী নারী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল।
নাইজেরিয়া, নাইজার, শাদ ও বেনিনের সঙ্গে মিলে বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্যামেরুন। এতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার সীমান্তবর্তী বেশির ভাগ এলাকা থেকেই বোকো হারাম জঙ্গিরা পালিয়েছে। তবে আশপাশের দেশগুলোতে বোমা হামলা অব্যাহত রেখেছে সংগঠনটি।