মালয়েশিয়ায় সৈকত থেকে ১৩ লাশ উদ্ধার
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোর বারো প্রদেশের একটি সমুদ্রসৈকত থেকে ১৩টি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এ লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল সকালে জোহোর বারো পূর্বাঞ্চলীয় উপকূলে কোটা টিনগ্গির কাছে বন্দর পেনাওয়ার এলাকায় লাশগুলো পায় পুলিশ। সাগরে ভেসে আসা এসব লাশ ইন্দোনেশীয় নাগরিকদের।
ডুবে যাওয়া ব্যক্তিরা একটি নৌকার যাত্রী ছিলেন। নৌকাটিতে ৩৫ জনের মতো মানুষ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সেটির খোঁজে গতকালই মালয়েশীয় কর্তৃপক্ষ একটি তল্লাশি অভিযান শুরু করেছে।
জোহোর বারোর একটি জেলা পুলিশের প্রধান রহমত ওসমান জানিয়েছেন, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার দিকে আসছিল।
ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির বলেছেন, ডুবে যাওয়া ব্যক্তিদের কাছে ইন্দোনেশীয় পরিচয়পত্র পাওয়া গেছে।