চার লাখ পর্নো ওয়েবসাইট বন্ধ করবে পাকিস্তান
ইন্টারনেটভিত্তিক অশ্লীল ভিডিওরোধে বড় ধরনের অভিযান চালাবে পাকিস্তান। এ ধারাবাহিকতায় চার লাখ পর্নো ওয়েবসাইট ব্লক বা বন্ধ করতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)।
ব্রিটিশ সংবাদপত্র ইনডিপেনডেন্টের অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক আদেশের পর দেশটির সরকার এ পদক্ষেপ নিচ্ছে।
ওই আদেশে বলা হয়, অশ্লীল ভিডিওর কারণে পাকিস্তানের যুবসমাজের নৈতিক অধঃপতন হচ্ছে। এর প্রতিকারে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ওই আদেশের পর পিটিএ চার লাখ ২৯ হাজার ৩৪৩টি ডোমেইন বন্ধ রাখতে ইন্টারনেট কোম্পানিগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। তবে এ ধরনের পদক্ষেপ নিতে হলে প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হতে হবে।
এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২০১১ সালেও এ ধরনের একটি পদক্ষেপ নিয়েছিল পিটিএ। তখন এক হাজার পর্নো ওয়েবসাইট ব্লক করা হয়। তখন অভিযানে অশ্লীল ভিডিওর সিডি ও ডিভিডি বিক্রিতেও জরিমানা করা হয়।
এক্সপ্রেস ট্রিবিউনকে সিডি বিক্রেতা আফাক বলেন, মানুষ তো হলিউড ও বলিউডের কোনো মুভি কিনতে দোকানে আসে না। তারা শুধু পর্নো ভিডিও কিনতে আসে। তার মোট বিক্রির শতকরা ৯০ ভাগ অর্থই পর্নো ভিডিও বিক্রি থেকে আসে বলে জানান তিনি।