‘বিস্ফোরকের মতো’ ছড়াচ্ছে জিকা ভাইরাস
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মশাবাহিত জিকা ভাইরাস ‘বিস্ফোরকের মতো’ ছড়াচ্ছে। এটি ৪০ লাখ লোককে আক্রান্ত করতে পারে।
এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারির চিন্তাভাবনা করছে ডব্লিউএইচও।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক ড. মার্গারেট চ্যান বলেন, শঙ্কার মাত্রা ‘অতিমাত্রায় বেশি’।
‘গত বছর আমেরিকায় (দক্ষিণ আমেরিকা) ভাইরাসটি শনাক্ত হয়। এটা এখন বিস্ফোরকের মতো ছড়াচ্ছে। এখন পর্যন্ত ওই অঞ্চলের ২৩টি দেশে এ ভাইরাস ছড়িয়ে গেছে’, বলেন মার্গারেট চ্যান।
‘জিকা ভাইরাসের আগমনের পর থেকে কিছু অঞ্চলে অস্বাভাবিক মাথা নিয়ে জন্ম হওয়া শিশুর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। কিছু কিছু শিশু গুইলেন বেড়ে সিনড্রোম (জিবিএস) নিয়ে বেড়ে উঠছে’, যোগ করেন চ্যান।
জিবিএসের ফলে শিশুদের মধ্যে পক্ষাঘাতগ্রস্ততা দেখা যেতে পারে।
ডব্লিউএইচওর প্রধান বলেন, জিকা ভাইরাসের সঙ্গে জন্মগত ত্রুটি এবং স্নায়বিক বিভিন্ন রোগের সম্পর্ক এখনো স্পষ্টভাবে প্রমাণের বাকি। তবে এ থেকে এসব উপসর্গ দেখা দিতে পারে বলে ‘জোরালোভাবে সন্দেহ’ প্রকাশ করা হচ্ছে।