রাতের রাস্তায় মানুষের নিরাপত্তায় শীর্ষে নরওয়ে
রাতে চলাচলে সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে। দেশটির ৮৬ শতাংশ মানুষ রাতের রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করেন না। সম্প্রতি গালপ রিসার্চে এই তথ্য দেওয়া হয়েছে।
রাতের সড়কে চলাচলের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর পাঁচটিই ইউরোপের। নরওয়ে ছাড়া শীর্ষ পাঁচের অপর দেশগুলো হলো স্পেন (৮৫), জার্মানি (৮০), যুক্তরাজ্য (৭৯), আয়ারল্যান্ড (৭৫)।
অপরদিকে ইউরোপের দেশ ইতালিতেই রাতের সড়কে মানুষের নিরাপত্তার অবস্থা শোচনীয়। দেশটির মাত্র ৫৮ শতাংশ মনে করে, তারা রাতে রাস্তায় চলাফেরায় নিরাপদ বোধ করে। তবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এটি কমে মাত্র ৩৬ শতাংশ।