মধ্যস্থতা শুরুর শর্ত বেঁধে দিল সিরিয়ার বিরোধীরা
সিরিয়ার চলমান সংকট নিরসনে মধ্যস্থতায় বসতে শর্ত বেঁধে দিয়েছে দেশটির বিরোধীদের সংগঠন ‘হাইয়ার নেগোশিয়েটিং কমিটি’।
গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভার একটি হোটেলে দেওয়া এক বিবৃতিতে সংগঠনের একজন সদস্য মধ্যস্থতার আগে পূর্বশর্তের কথা উল্লেখ করেন।
আলজাজিরার খবরে বলা হয়, ফারাহ আতাসি নামের ওই মুখপাত্র বলেন, জেনেভায় তাদের ছোট একটি প্রতিনিধিদল পাঠানো হবে। তারা মধ্যস্থতা নয়, আলোচনা করবে। তবে ওই প্রতিনিধিদলে ঠিক কতজন লোক থাকবে, তা নিশ্চিত করেননি আতাসি।
হাইয়ার নেগোশিয়েটিং কমিটির মুখপাত্র মনজুর মাখাউস বলেন, সিরিয়ারবিরোধীরা তাদের অবস্থান বদলাবে না। তিনি বলেন, তাঁদের সংগঠনের লোকজন জেনেভায় যাবে। কিন্তু সেটি নিছক আলোচনার জন্য।
মাখাউস আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আসাদ সরকার তাদের মানবিক শর্তগুলো পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো মধ্যস্থতা তাঁরা করবেন না। তাঁর মতে, মধ্যস্থতা শুরু করতে চাইলে বর্তমান সরকারকে অবশ্যই বোমাবাজি বন্ধ করতে হবে এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভুখা লোকদের কাছে খাদ্য সরবরাহ করতে হবে।