মালয়েশিয়ায় অপহরণের আটদিন পর বাংলাদেশি উদ্ধার
অপহরণের আটদিন পর মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকা থেকে এক বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার তাঁকে উদ্ধার করা হয়।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে জানানো হয়, ওই বাংলাদেশির নাম জানা যায়নি। তাঁর বয়স ৩৯ বছর বলে জানিয়েছে পুলিশ।
সুবং জায়ার একটি জেলার দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার ইয়াহইয়া রামলি বলেন, গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দোকান থেকে অপহরণ করা হয় ওই বাংলাদেশিকে। অপহরণের সঙ্গে দুই মালয়েশীয় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
রামলি আরো বলেন, অপহরণের পর ওই বাংলাদেশির মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে চার লাখ রিংগিত মুক্তিপণ চাওয়া হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে মালয়েশিয়ায় থাকা এক আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা হয়। ওই আত্মীয় পুলিশকে বিষয়টি জানালে অপহরণকারীদের ধরতে অভিযান শুরু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই বাংলাদেশিকে বাঁচাতে তাঁর পরিবার মোবাইলে ৩০ হাজার রিংগিত পাঠায়। তিনি আরো জানান, অপহরণের ঘটনায় সেমেনিহ এলাকা থেকে মিয়ানমারের দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই শ্রমিকের তথ্যের ভিত্তিতে একটি আস্তানা থেকে বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়।
ওই সময় ঘটনাস্থল থেকে ১৯ বছর বয়সী মিয়ানমারের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়।