তুরস্কের উপকূলে ৪০ জনের সলিল সমাধি
তুরস্কের পশ্চিম উপকূলীয় আইভ্যাকিক এলাকায় গ্রিস অভিমুখী একটি নৌকা ডুবে পাঁচ শিশুসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।
তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নৌকাটি থেকে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা দোয়ান জানিয়েছে, ১৭ মিটার দীর্ঘ নৌকাটিতে কমপক্ষে ১২০ জন যাত্রী ছিল। ডুবে যাওয়া যাত্রীদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রেখেছে তুরস্কের কোস্টগার্ড।
আইভ্যাকিকের মেয়র মেহমাত উনাল সাহিন সিএনএন টার্ক টেলিভিশনকে বলেন, ‘ডুবুরিরা অভিযান অব্যাহত রেখেছে। আমার শঙ্কা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’
যুদ্ধসহ বিভিন্ন মানবিক বিপর্যয়ের কারণে গত বছর মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে। যাত্রাপথে মারা কিংবা হারিয়ে গেছে তিন হাজার ৬০০ মানুষ।