মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসার খরচ বেড়েছে
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসার খরচ বাড়ানো হয়েছে। আগে বিদেশি শ্রমিকদের কারখানা ও নির্মাণ ভিসায় বার্ষিক প্রদেয় কর (লেভি) ছিল এক হাজার ২৫০ রিংগিত। ১ ফেব্রুয়ারির থেকে তা বাড়িয়ে দুই হাজার ৫০০ রিংগিত করা হয়। আর চাকরির ক্ষেত্রে এই কর এক হাজার ৮৫০ রিংগিত থেকে বাড়িয়ে দুই হাজার ৫০০ রিংগিত করা হয়েছে।
মালয়েশিয়ায় আগে বিদেশি শ্রমিকদের কাজের ছয়টি ধরন থাকলেও এখন থেকে কেবল দুই ধরনের কাজের রেজিস্ট্রেশন করা যাবে। প্রথম ধরনে রয়েছে ফ্যাক্টরি, কন্সট্রাকশন ও সার্ভিস সেক্টর (দুই হাজার ৫০০ লেভি)। আর দ্বিতীয় ধরনে প্ল্যান্টেশন ও অ্যাগ্রিকালচার (এক হাজার ৫০০ লেভি)। প্ল্যান্টেশনে আগে বার্ষিক প্রদেয় অর্থ ছিল মাত্র ৫৯০ রিংগিত আর অ্যাগ্রিকালচার ছিল ৪১০ রিংগিত।
গত রোববার সারওয়াকের ইউনিভার্সিটি কলেজ অব টেকনোলজিতে দেওয়া এক বক্তব্যে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি এ কথা জানান। তিনি বলেন, এ বর্ধিত করের ফলে কেবল বিদেশি শ্রমিকদের কাছ থেকে বছরে প্রায় আড়াই বিলিয়ন অতিরিক্ত কর সরকারের কোষাগারে জমা হবে। উল্লেখ্য, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ হামিদি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক-সংক্রান্ত সরকারি কমিটিরও চেয়ারম্যান।
এর আগে গত বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বক্তব্যে জানিয়েছিলেন, ২০১৬ সালের বাজেটের আগে দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার কথা ভাবছে মালয়েশিয়া।