সাগরতলে জাদুঘর, শয়ে শয়ে মূর্তি!
আটলান্টিক মহাসাগরের তলদেশে জাদুঘর তৈরি করছে স্পেন। ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারোতের উপকূলের কাছে এটিই হবে সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘর।
বিবিসি জানিয়েছে, সাগরের ১৫ মিটার গভীরে এই জাদুঘরে এরই মধ্যে ৩০০ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সবগুলো ভাস্কর্য লানজারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। আর এগুলো নির্মাণ করেছেন ভাস্কর জেসন দ্য-কেয়ারস।
দাবি করা হয়েছে, এই ভাস্কর্যগুলো তৈরিতে যেসব পদার্থ ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না এবং পানির নিচে এগুলো ৩০০ বছর পর্যন্ত টিকে থাকবে।
আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে এমনিতেই সারা বছর লাখ লাখ পর্যটকের ভিড় থাকে। তাঁদের জন্য সাগরতলের এই জাদুঘর হবে নতুন আকর্ষণ। জাদুঘর দেখতে হলে তাঁদেরকে পিঠে অক্সিজেনের টিউব বেঁধে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে।