ফাঁসির অভিনয়, মঞ্চ থেকে কোমায়!
তিনি অভিনেতা। নাটকের একটি দৃশ্যের জন্য ছিলেন মঞ্চে। অভিনয়ের অংশ হিসেবে গলায় ফাঁস লাগিয়ে ঝুলেও পড়েন। কিন্তু এরপরই বাঁধল বিপত্তি। ফাঁসি লেগে গেল সত্যি সত্যিই! দর্শকসারি থেকে এক তরুণী উঠে গিয়ে ফাঁস খুলে দেন। পরে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন তিনি আছেন জীবন-মৃত্যুর মাঝখানে অর্থাৎ কোমায়।
ঘটনাটি ঘটেছে সোমবার ইতালির পিসাস তিয়াত্রো লাক্স হলে। নাটকের নাম ‘মিরাজেস (মরীচিকা)’। আর ২৭ বছর বয়সী ওই অভিনেতার নাম রাফায়েল শুমাখার।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, শুমাখারের মুখমণ্ডলও ঢাকা ছিল। কিন্তু ডাক্তারি পাস করা এক তরুণী দর্শক বুঝতে পারেন, কোনো একটা ঝামেলা হয়েছে। তিনি দৌড়ে মঞ্চে যান এবং ফাঁস ঢিল করে দেন। আরেক দর্শক এসে শুমাখারকে মাটিতে নামান। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ এ ঘটনায় অনুসন্ধান শুরু করেছে। তারা খতিয়ে দেখছে ফাঁসির দৃশ্যটির ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না।
তবে নাট্য প্রতিষ্ঠানটির পরিচালকরা জানিয়েছেন, নাটকটিতে প্রকৃতপক্ষে গুলি করার দৃশ্য ছিল, কিন্তু শুমাখার কাউকে কিছূ না বলে শেষ মুহূর্তে ফাঁসির দৃশ্য সাজান।