রহস্যময় এক স্নাইপার হত্যা করে চলেছেন আইএস নেতাদের
হামাদ আবদেল হাদি। ইসলামিক স্টেটের (আইএস) করা শরিয়া আদালতে কাজ করেন। একটি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এর কিছুদিন পর গত ১৯ জানুয়ারি আইএসের শীর্ষ পর্যায়ের নেতা আবু মোহাম্মদ দেরনাউই নিজ বাসার সামনে নিহত হন একইভাবে।
শীর্ষ নেতাদের হঠাৎ মৃত্যুতে চিন্তায় পড়ে গেছে আইএস। গোপনে কেউ এ কাণ্ডগুলো করছে এটা বুঝতে সময় লাগেনি আইএস-কর্মীদের। সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে ধরপাকড় এমনকি সন্দেহজনক ব্যক্তিদের শাস্তিও দেওয়া হয়েছে।
কিন্তু গত ২৩ জানুয়ারি মসজিদ থেকে ফেরার পথে গুলি খেলেন আবদুল্লাহ হামাদ আল আনসারি। তিনি আইএসের শীর্ষ পর্যায়ের একজন কমান্ডার। মাত্র ১০ দিনে আইএসের তিন শীর্ষ ব্যক্তি নিহত হলেন হঠাৎই। আর হত্যাকারী এখনো আইএসের কাছে ‘রহস্যজনক’। ঘটনাস্থল থেকে বেশ দূরে গোপনে অবস্থান করে গুলি করছেন সেই বন্দুকধারী বা স্নাইপার।
আজ বৃহস্পতিবার দ্য টেলিগ্রাফ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ওই রহস্যজনকে বলা হচ্ছে ‘ভৌতিক স্নাইপার’ হিসেবে। ঘাতক পুরুষ না নারী, দেশ কোথায় কিছুই জানতে পারছে না আইএস। এতটুকু বুঝতে পেরেছে, তালিকা ধরে ধরে এগোচ্ছে ওই ‘স্নাইপার’।
প্রতিবেদনে বিভিন্ন জনের অনুমান তুলে ধরা হয়েছে ‘স্নাইপার’ সম্পর্কে। কেউ বলছেন, ব্যক্তিটি একজন পুরুষ যোদ্ধা। লিবিয়ার মিসরাতার বাসিন্দা হতে পারে সে। হয়তো সে-ই আইএসের কাছ থেকে নিজের মাতৃভূমি রক্ষা করতে চায়। আবার কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কেউ হতে পারে ওই ‘স্নাইপার।’