একবারে পুরো বার্গার খেতে গিয়ে মৃত্যু
ফাস্টফুডের নামকরা প্রতিষ্ঠান ম্যাকডোনান্ডের পনিরের বার্গার পুরোটা একগালে খেতে চেয়েছিলেন তিনি। এমন ইচ্ছাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। খাবার আটকে দম বন্ধ হয়ে মৃত্যু হলো তাঁর। যুক্তরাজ্যের গ্লামারগনের ব্যারি শহরের ড্যারেন ব্রে (২৯) নামের এক ব্যক্তির ক্ষেত্রে এমনটি ঘটেছে। এ ঘটনায় হওয়া মামলার ময়নাতদন্তের নথি থেকে এ তথ্য জানা যায়।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, ড্যারেন ব্রের গলায় ৮ সেন্টিমিটার লম্বা ও পাঁচ সেন্টিমিটার চওড়া একটুকরো খাবার আটকে যায়। কার্ডফের চিকিৎসক রিহানন থ্রেয়ফের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গলায় আটকে যাওয়া খাবার নিয়ে ড্যারেনের পক্ষে শ্বাস নেওয়া সম্ভব ছিল না।
জানা গেছে, গত বছর সেপ্টেম্বরে বন্ধুর সঙ্গে ম্যাকডোনাল্ডের দোকানে যান ড্যারেন ব্রে। বন্ধুদের দেখাতে পনিরের একটি বার্গার ভাজ করে পুরোটা একবারেই খেতে চান তিনি। তবে খাবার আটকে যাওয়ায় কাশতে কাশতে বার্গার প্রায় পুরোটাই ফেলে দেন তিনি। চিকিৎসা সহকারী (প্যারামেডিকরা) তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।