তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, বহু নিহতের শঙ্কা
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৭ তলাবিশিষ্ট একটি ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোররাতে এ ভূমিকম্প হয়।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ভূমিকম্পের পর ভবনটিতে বহু লোক আটকা পড়েছে বলে শঙ্কা করা হচ্ছে। তাইনান শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি থেকে এরই মধ্যে ২২১ জন লোককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
শহর কর্তৃপক্ষ জানায়, ওই ভূমিকম্পে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
তাইওয়ানের উদ্ধারকর্মীরা জানান, ভূমিকম্পে ১০ দিনের এক শিশু, ৫৫ বছর বয়সী এক নারী ও ৫০ বছর বয়সী একজন পুরুষ নিহত হয়েছেন।
তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ১৭ তলা ভবন থেকে ওই শিশু ও পুরুষকে উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
বার্তা সংস্থাটি জানায়, ওই ভবনটিতে ৯২টি বাসা ছিল। এতে ২৫৬ জন লোক বসবাস করত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভোররাতে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে ৬.৭ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছিল।
তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ বলেছেন, ভূমিকম্পে ঠিক কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য এখনো জানা যায়নি।
‘দুর্যোগ পরিস্থিতি এখনো খুব স্পষ্ট নয়। উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে এবং উদ্ধার হওয়াদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাব আমরা’, বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট।