তাইওয়ানে ভূমিকম্প
বিধ্বস্ত ভবনে আটকে আছে শতাধিক লোক
তাইওয়ানের তাইনান শহরে ভূমিকম্পে ধসে যাওয়া ১৭ তলা ভবনে এখনো ১৩২ জন মানুষ আটকে আছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, ভবনটির ধ্বংসস্তূপে আটকে পড়া ২৯ জনের কাছে পৌঁছানো সম্ভব।
গতকাল শনিবার ভোররাতে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে ভবনটি ধসে পড়ে। ভবনে ২৫৬ জন লোক বসবাস করতেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ভবন থেকে জীবিত অবস্থায় শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, ভবনে আটকেপড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা ও স্বেচ্ছাসেবীদের যৌথ অভিযান চলছে। আটকেপড়া লোকজনের অপেক্ষায় ভবনের বাইরে প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা।
তাইনান শহরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘সোনালি ড্রাগন’ নামে ওই ভবনে ৩০ জন বাদে বাকি সবাই ধ্বংসস্তূপের গভীরে চলে গেছে।