উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক
উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পর নিউইয়র্কে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় আজ রোববার বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়া এবং নিরাপত্তা পরিষদের সদস্য জাপান ও যুক্তরাষ্ট্রের অনুরোধে রুদ্ধদ্বার এ বৈঠক হবে বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে। এদিকে জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।
উত্তর কোরিয়ার রোববারের দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘটনার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বিষয়টিকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই রোববার উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎপেক্ষণের কড়া জবাব দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
বর্তমানে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ভেনিজুয়েলা মিশনের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ‘তথাকথিত স্যাটেলাইট’ উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ও টোকিও।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উত্তর কোরিয়ার যে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পারমাণবিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে। যদিও রকেট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়া একে ‘বৈজ্ঞানিক গবেষণার জন্য শান্তিপূর্ণ উৎক্ষেপণ’ হিসেবে বর্ণনা করেছে।