অঙ্ক পারে না, তাই বিয়েও হবে না!
১৫-এর সঙ্গে ৬ যোগ করলে কত হয়? আপনি জানেন কি? খুব ভেবে উত্তর দেবেন। কারণ, এই সাধারণ প্রশ্নটির উত্তর দিতে ব্যর্থ হওয়ায় রীতিমতো বিয়ের মণ্ডপ থেকে বিয়ে না করেই উঠে আসতে হয়েছে এক ব্যক্তিকে। নববধূ ছাড়াই ফিরে আসতে হয়েছে বাড়িতে।
বেশ অদ্ভুত শোনালেও এই ঘটনাটি গত বুধবার ঘটেছে ভারতের উত্তর প্রদেশের রাসুলাবাদ গ্রামে। ভারতের শিল্পনগরী কানপুরের স্থানীয় পুলিশ কর্মকর্তা রাকেশ কুমারের বরাত দিয়ে দ্য হিন্দু শুক্রবার এ খবর জানিয়েছে।
বিয়েতে হবু বরের গণিতের দখল সম্পর্কে জানতে তাঁকে এই সমস্যার সমাধান করতে দেন কনে। বর তা করতে ব্যর্থ হওয়ায় তাঁকে ফেলে বিয়ের আসর ছেড়ে চলে যান কনে। বরের পরিবারের লোকেরা কনেকে ফেরানোর চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, বর তাঁর নিজের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কনেপক্ষকে ভুল তথ্য দিয়েছিল।
কনের বাবা মোহার সিং বলেন, ‘প্রথম শ্রেণির একটা শিশুও এই প্রশ্নের উত্তর দিতে পারবে। অথচ হবু বরের পরিবার তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমাদের অন্ধকারে রেখেছিল।’
পুলিশ কর্মকর্তা রাকেশ কুমার জানান, স্থানীয় পুলিশের মধ্যস্থতায় দুই পরিবারের মধ্যে বিনিময় হওয়া উপহার ও গহনা যার যার পক্ষে ফিরিয়ে দেওয়া হয়।
আরো একজন সাহসী কনের গল্প
কিছুদিন আগে উত্তর প্রদেশের আরেকটি বিয়ের আসরেও এমন এক সাহসী কনের দেখা পাওয়া যায়।
ঠিক বিয়ের আসরে এসে অসুস্থ হয়ে যান তাঁর মৃগীরোগী হবু বর। অথচ তাঁর এই রোগের কথা বেমালুম চেপে গিয়েছিল তাঁর পরিবার। বরটিকে যখন দ্রুত রামপুর শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ওই কনে বিয়ের আসরে উপস্থিত এক অতিথিকে এগিয়ে এসে তাঁকে বিয়ে করতে বলেন। এরপর সেখানেই বিয়ে হয় তাঁদের।