১০ ফুটের বাড়ির দাম নয় কোটি টাকা
যুক্তরাজ্যে একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মাত্র ১০ ফুট চওড়া ৮০০ বর্গফুটের বাড়িটির দাম হাঁকা হয়েছে আট লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা হয় নয় কোটি ছয় লাখ ৮০ হাজার টাকা। অল্প পরিসরের হলেও অবিশ্বাস্য দামের বাড়িটির অবস্থান দক্ষিণ লন্ডনে।
ছোট বাড়ি হলেও এতে কী নেই? বাড়িটিতে আছে দুটি বেডরুম, একটি করে বড় অভ্যর্থনাকক্ষ, প্রসাধনকক্ষ ও রান্নাঘর। আর বাড়ির সামনে আছে একটি বাগান। এর সবই তৈরি হয়েছে ৮০০ বর্গফুটের মধ্যে। আর বাড়ির অনেক জিনিসপত্র ভাঁজ করা যায় এমনভাবে তৈরি করা হয়েছে।
জানা গেছে, বিক্রির বাজারে যুক্তরাজ্যের বাড়িটিকে অন্য রকম স্থাপনা হিসেবে দেখানো হয়েছে। এমন দুই বেডের বাড়ির সংখ্যা হাতে গোনা। দুটি স্বাভাবিক বাড়ির মধ্যবর্তী ফাঁকা অংশে তৈরি হয়েছে এই বাড়ি।
ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ৮০০ বর্গফুটের বাড়ির দাম আট লাখ পাউন্ডই বলে দেয় যুক্তরাজ্যের বাড়ি ঘর বিক্রি নিয়ে কতটা অরাজক অবস্থা চলছে। এর আগে গত বছর লন্ডনের একটি পিজা রেস্টুরেন্টের ওপরে অবস্থিত তিন রুমের ফ্ল্যাট আট লাখ পাউন্ডে বিক্রি হয়। আর ২০১৪ সালে লন্ডনের একটি গ্যারেজ বিক্রি হয় পাঁচ লাখ পাউন্ডে।