নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ও স্যান্ডার্সের জয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার মনোনয়ন দৌড়ে এগিয়ে গেলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট বার্নি স্যান্ডার্স। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী এই দুজন নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক বাছাইয়ের নিজ নিজ দলের অপর প্রার্থীদের চেয়ে বেশ বড় ব্যবধানেই জয়ী হয়েছেন।
বিবিসি জানিয়েছে, কোটিপতি মার্কিন ব্যবসায়ী ও রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রতাশী ডোনাল্ড ট্রাম্প একই দলের নিকটতম প্রতিদ্বন্দ্বীর দ্বিগুণ ভোট পেয়েছেন।
অপরদিকে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স একই দল থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক ফাস্টলেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন।
স্যান্ডার্স দাবি করেছেন, তাঁর বিজয় প্রমাণ করে যে মার্কিন জনগণ রাজনীতিতে পরিবর্তন চান। ট্রাম্প ও স্যান্ডার্স দুজনই মার্কিন রাজনীতির বর্তমান ধারার ঘোর বিরোধী।
নিউ হ্যাম্পশায়ারে প্রাথমিক বাছাইয়ের রিপাবলিক দলে ওহিওর গভর্নর জন ক্যাসিচ ও ফ্লোরিডার সাবেক গর্ভনর জেব বুশ দ্বিতীয় হয়েছেন। আর তৃতীয় অবস্থানে আছেন টেক্সাসের সাবেক সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় অঙ্গরাজ্য ছিল হ্যাম্পশায়ার। এর আগে প্রথম মনোনয়ন বাছাই হয় আইওয়ায়। ওই বাছাইয়ে রিপাবলিকান দল থেকে জয়ী হন টেড ক্রুজ। আর ডেমোক্রেটিক দল থেকে জয়ী হন হিলারি ক্লিনটন।
জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থিতা বাছাইয়ের আয়োজন হবে সাউথ ক্যারোলিনা ও নেভাদায়।