তুলনামূলক বেশি সহিংস বাইবেল!
এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের তুলনা করা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি সংঘটিত কাজগুলোর মধ্যে একটি। কোন ধর্ম কত ভালো বা কার ধর্ম কত মানবিক এ নিয়ে তুলনার কোনো যেন শেষ নেই।
নতুন করে এবার তুলনা করা হয়েছে ধর্মগ্রন্থে বর্ণিত সহিংসতা নিয়ে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল বেশি সহিংস না কি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরিফ তা নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। আর এর ফলাফল বলছে, কোরআন শরিফের চেয়ে বাইবেলে বেশি সহিংসতার কথা বলা হয়েছে।
শুধুমাত্র এই পবিত্র গ্রন্থগুলো পড়ে এই বিশ্লেষণে পৌঁছানো হয়নি। রীতিমতো সফটওয়্যার তৈরি করে তার মাধ্যমে বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তুলনার এই কাজটি করেছেন যুক্তরাজ্যের সফটওয়্যার প্রকৌশলী টম এন্ডারসন। তাঁর এর ব্লগপোস্টের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্য ধর্মগুলোর তুলনায় ইসলামে মজ্জাগতভাবে সন্ত্রাসবাদ ও মৌলবাদ জড়িয়ে আছে বলে সম্প্রতি ওঠা বিতর্কের জের ধরেই এই সফটওয়্যার তৈরির অনুপ্রেরণা পান টম।
টেক্সট বিশ্লেষণধর্মী এই সফটওয়্যারটির নাম ওডিন টেক্সট। এই সফটওয়্যারের মাধ্যমে ওল্ড এবং নিউ টেস্টামেন্টের নতুন সংস্করণ এবং কোরআন শরিফের ইংরেজি অনুবাদের নতুন সংস্করণের সঙ্গে তুলনা করা হয়।
এই তিনটি বই পড়ে বিশ্লেষণ করে ফলাফল দিতে মাত্র তিন মিনিট সময় লাগে সফটওয়্যারটির। মোট আটটি অনুভূতিকে ধরে বই তিনটির শ্রেণিকরণ করা হয়। এগুলো হলো-আনন্দ, পূর্বজ্ঞান বা ইচ্ছা, ক্রোধ, বিরক্তি, দুঃখবোধ, বিস্ময়, ভয় এবং বিশ্বাস।
সফটওয়্যারটি দেখিয়েছে, কোরআন শরিফের চেয়ে বাইবেলে অনেক বেশি ক্রোধযুক্ত বক্তব্য রয়েছে। (the analysis found the Bible scored higher for anger and much lower for trust than the Quran.)
এ ছাড়া বিশ্লেষণে বলা হয়েছে, নিউ টেস্টামন্টের চেয়েও বেশি সহিংস ছিল ওল্ড টেস্টামন্ট। এ ছাড়া এটি ছিল কোরআন শরিফের চেয়ে দ্বিগুণ সহিংস।
টম অ্যান্ডারসন বলেন, তিনটি পবিত্র গ্রন্থের মধ্যে ওল্ড টেস্টামন্ট অপেক্ষাকৃত বেশি সহিংস। তিনি আরো বলেন, ‘প্রমাণ বা উদাহরণ হিসেবে হত্যা এবং ধ্বংসের কথা নিউ টেস্টামন্টে উল্লেখ করা হয়েছে ২.৮ শতাংশ ভাগ। আর কোরআন শরিফে এর হার ২.১ শতাংশ। অন্যদিকে ওল্ড টেস্টামন্টে ধ্বংস ও হত্যার কথা বলা হয়েছে ৫.৩ শতাংশ হারে।’
নিজের এই বিশ্লেষণের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে টম বলেন, ‘প্রথমেই আমি পরিষ্কার করে বলতে চাই যে, ইসলাম অন্য ধর্মের চেয়ে সহিংস ধর্ম এটা প্রমাণ বা ভুল প্রমাণ করার জন্য এই বিশ্লেষণ আমি করিনি। তা ছাড়া আমরা এটাও জানি যে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং কোরআন শরিফই ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের একমাত্র গ্রন্থ নয়।’