মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫
মিয়ানমারের রাজধানী নেপিদোয় বুধবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন। মিয়ানমারের বিমানবাহিনীর বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, বিমানবন্দর থেকে ওড়ার পর পরই বিমানটিতে আগুন ধরে যায় এবং আধা কিলোমিটার দূরে পাশের একটি মাঠে বিধ্বস্ত হয়।
নেপিদো বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, বুধবার সকালে নিয়মিত টহল দেওয়ার উদ্দেশে বিমানটি উড়াল দেয়। তবে রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের কারণে এতে আগুন লেগে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে মিয়ানমার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমান থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর পরই নেপিদো বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসকর্মী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেয় বলে জানানো হয়। বিমান বিধ্বস্তের কারণ তদন্ত করা হচ্ছে বলেও ওই ব্বিৃতিতে জানানো হয়েছে।
এর আগে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বিধ্বস্ত বিমানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে। ছবিতে বিমানটির শুধু একটি ডানা অক্ষত থাকতে দেখা যায়। এ ছাড়া সেখানকার বাতাসে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে দুর্বল সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার কারণে বিমানে যোগাযোগের সংখ্যা তুলনামূলক বেশি। আর দেশটিতে এর আগে বিভিন্ন বেসামরিক বিমান দুর্ঘটনায় পড়লেও সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা বেশ বিরল।