সু চিকে গুলি করে হত্যার হুমকি
গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে মিয়ানমারের গণতন্ত্রকামী নেতা অং সান সু চিকে। মিয়ানমারে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তাঁর আকাঙ্ক্ষা ছাড়তে বলে ফেসবুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির পর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে রয়টার্স।
মিয়ানমারের পুলিশের বরাতে রয়টার্স আরো জানায়, গত সপ্তাহে ইয়ে লোইন মিয়িন্ত নামের এক ব্যক্তি প্রথম ফেসবুকে এক পোস্টে সু চিকে গুলি করার হুমকি দেন। প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখার যে বিতর্কিত ধারা রয়েছে, সেটি কেউ পরিবর্তন করতে চেষ্টা করলে ৭০ বছর বয়সী সুচিকে খুন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল বিজয় লাভ করে। কিন্তু তাঁর সন্তান ও স্বামী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় সংবিধানের একটি ধারা অনুযায়ী সু চি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারছেন না। আর সংবিধানের ওই ধারা পরিবর্তনের জন্য চেষ্টা করছে এনএলডি।