সুইডেনে দুর্ঘটনায় ব্রিটিশ ব্যান্ডদলের ৫ সদস্যের মৃত্যু
সুইডেনে এক সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্যের ব্যান্ডদল ভায়োলা বিচের পাঁচ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে সুইডেনের রাজধানী স্টকহোমের ইফোর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ব্যান্ডদলের সদস্যদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিং ভেঙে পাশের একটি ৮০ ফুট গভীর জলাশয়ে পড়ে যায়।
সংবাদমাধ্যমটি আরো জানায়, সুইডেনের একটি সঙ্গীত উৎসবে রোববার অংশ নেওয়ার কথা ছিল ব্যান্ডদলটির। আর এটিই ছিল লন্ডনভিত্তিক ব্যান্ডদলটির প্রথম বিদেশ সফর।
নিহতদের মধ্যে একজন ব্যান্ডদলটির ম্যানেজার। বাকি চারজন দলটির সদস্য। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানানো হয়েছে খবরে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে গাড়ি ও মরদেহগুলো উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।