কুর্দিদের ওপর হামলা বন্ধের আহ্বান ফ্রান্সের
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের দখল করা এলাকায় বোমা হামলা বন্ধের জন্য তুরস্কের প্রতি এবার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
গত দুদিন ধরে তুরস্ক এ হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে এ ধরনের বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
অন্যদিকে সিরিয়ার সীমানায় ঢুকে এ বোমা হামলার মাধ্যমে তুরস্ক সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে বাশার আল-আসাদের সরকার।
সিরিয়া সরকার এ হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স এক বিবৃতিতে কুর্দি মিলিশিয়াদের ওপর হামলা বন্ধের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা সিরিয়া পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে।
যদিও এর আগেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে একযোগে সিরিয়ায় হামলা চালাবে তুরস্ক। শুধু বিমান হামলা নয়, সৌদি সেনাবাহিনীর সঙ্গে স্থল অভিযানেও অংশ নেবে তাঁর দেশ।
এরই মধ্যে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে তুরস্কের বিমানঘাঁটিতে যুদ্ধবিমান পাঠিয়েছে সৌদি আরব।
গত বৃহস্পতিবার বিশ্বশক্তির দেশগুলো বৈঠকের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল। তবে তাতে সিরিয়ার সরকার বা বিদ্রোহী গ্রুপগুলোর কোনো অংশগ্রহণ ছিল না।