পোপের মন্তব্য লজ্জাকর : ট্রাম্প
ধর্মীয় বিশ্বাস নিয়ে করা পোপ ফ্রান্সিসের মন্তব্যকে লজ্জাকর হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এমন মন্তব্য করেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মেক্সিকো থেকে রোমে ফেরার পথে বিমানে ট্রাম্পের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ। ওই সময় তিনি বলেন, ‘যে ব্যক্তি শুধু দেয়াল দেওয়ার কথা ভাবেন, যেখানেই হোক না কেন এবং কোনো সেতুবন্ধ তৈরির চেষ্টা করেন না, তিনি কখনো খ্রিস্টান হতে পারেন না।’
দ্রুতই পোপের ওই মন্তব্যের প্রতিবাদ জানান ট্রাম্প। সাউথ ক্যারোলাইনার সমাবেশে তিনি বলেন, ‘একজন ধর্মীয় নেতা হয়ে কারো বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা লজ্জাকর।’
‘কোনো নেতার, বিশেষত ধর্মীয় নেতাদের অন্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই’, যোগ করেন ট্রাম্প।
বক্তব্যে মেক্সিকো সরকারেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকো সরকার পোপকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে।