দুই বছর বয়সে খুনের দায়ে যাবজ্জীবন সাজা
দুই বছর বয়সে খুনের দায়ে এক শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মিসরের আদালতে সাজা পাওয়া এই শিশুটির বয়স এখন চার বছর বলে জেরুজালেম পোস্টের বরাতে জানিয়েছে দ্য মিরর অনলাইন।
পশ্চিম মিসরের একটি আদালতে যখন হত্যা ও রাহাজানির অপরাধে শিশুটির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তখন আহমেদ মনসুর কারনি নামের চার বছরের শিশুটি আদালতে উপস্থিত ছিল না। শিশুটির অনুপস্থিতিতেই তাকে ‘নিখোঁজ’ ঘোষণা করে এই শাস্তি দেওয়া হয়েছে।
আদালতের কাছে অবশ্য চার বছরের শিশুটির অপরাধের তালিকা বেশ লম্বা। মামলার এজাহার অনুযায়ী, দুই বছর বয়েসে প্রথম খুন করে আহমেদ মনসুর। এরপর অন্তত চারটি খুন ও আরো আটটি হত্যাচেষ্টার অভিযোগ আছে তাঁর নামে। এ ছাড়া বিভিন্ন স্থানে রাহাজানি ও মিসরের স্বাস্থ্য বিভাগের সম্পত্তি ভাঙচুরেরও অভিযোগ আছে শিশুটির নামে।
এদিকে আহমেদ মনসুরকে এই শাস্তি দেওয়ার পর জেরুজালেম পোস্টের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিশুটির আইনজীবী মোহাম্মদ আবু হুরায়রা। তিনি বলেন, ‘মিসরে এখন কোনো বিচার নেই। বিচার ব্যবস্থা এখন একদল ‘উন্মাদ’ চালাচ্ছে।’
এদিকে শিশুটির পরিচয় ও বয়স নিশ্চিত হওয়ার পর পুলিশ ও বিচার বিভাগ মন্তব্য করেছে, সম্ভবত শিশুটির কোনো নিকটাত্মীয়ের নাম তাঁরই নামে। সেই আত্মীয়ই সাজা থেকে রেহাই পেতে শিশুটিকে নিয়ে নাটক সাজিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে বিচার বিভাগ।