সমঝোতা স্মারকে প্রভাব পড়বে না, জানাল মালয়েশিয়া
বিদেশি কোনো শ্রমিক না নেওয়ায় মালয়েশিয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ায় সমঝোতা স্মারকে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট এ কথা জানিয়েছেন।
আজ শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বলেন, ‘বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্তের বিস্তারিত দেশটির সরকার প্রকাশ করবে।’
মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট বলেন, ‘তাঁর মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ দেওয়ার সরকারের প্রাধান্যের বিষয়টিই প্রতিফলিত হয়েছে।’
গত শুক্রবার এক ঘোষণায় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার সময় তিনি আলাদা করে বাংলাদেশের নাম উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, শ্রমিক নেওয়া বন্ধে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। সিদ্ধান্ত বহাল থাকাকালে সরকার বিদেশি শ্রমিক নিয়োগে দুই স্তরের কর্মসূচি পুনর্বিবেচনা (রিভিউ) করবে। তিনি আরো বলেন, দেশি শ্রমিক নিয়োগ দিতে নিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে। আর অবৈধ বিদেশি শ্রমিকদের আটক করা হবে এবং নিজ দেশে ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্টার অনলাইন জানিয়েছে, এর মাত্র একদিন আগে আগামী তিন বছরের জন্য শ্রমিক নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক করে মালয়েশিয়া সরকার। ওই সমঝোতা অনুযায়ী ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা জানিয়েছিল মালয়েশিয়া।
অবশ্য আগে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ তিন ধরনের কাজের জন্য বাংলাদেশি শ্রমিক নেওয়ার পক্ষে মত দেন, যার মধ্যে ছিল নোংরা, কঠিন ও ভীতিকর কাজ। এই কাজগুলো মালয়েশীয়রা করতে আগ্রহী নয়।