একদিনে জন্ম, একই দিনে বিয়ে, স্বামীদের শেষকৃত্যও একসঙ্গে!
যমজ দুই বোন। অনেক কিছুতেই তাঁদের মিল থাকাটাই স্বাভাবিক। কিন্তু একই দিনে, একই স্থানে তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে দেখা এবং পরে বিয়ে। আবার এখন একই দিনে তাঁদের স্বামীদের শেষকৃত্য! অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই এমনটি ঘটেছে। সবাই বলছে, দুই বোনের মধ্যে ভালোবাসার বন্ধনেরই প্রমাণ এসব ঘটনা।
যুক্তরাজ্যের যমজ বোন লিন্ডা টমলিনসন ও অ্যান রোজ (৬১) জীবনে এমনটিই ঘটেছে। তাঁদের পছন্দের ক্লাবে নাচার সময় তাঁদের স্বামীর সঙ্গে দেখা হয়। রন রোজ ও ডেরিক টমিনসন এই দুজন ছোটবেলা থেকে বন্ধু। অ্যানের সঙ্গে রন রোজ এবং লিন্ডার সঙ্গে ডেরিক টমিনসনের প্রেমের সম্পর্ক শুরু হয়। ১৯৭৩ সালের ১৩ মে তাঁদের বাগদান হয়। ১৯৭৫ সালের ১৫ ফেব্রুয়ারি ২০ বছর বয়সে এই দুই বোনের বিয়ে হয়। তাঁরা দুজন একই স্কুলে কাজ করেন। রন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান রোলস রয়েসে কাজ করতেন এবং ডেরিক একজন চালক ছিলেন। কিন্তু আট বছর আগে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পা হারানোর পর ডেরিক কাজ ছেড়ে দেন।
দুর্ভাগ্যবশত এক বছর আগে রনের অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। গত ৭ ফেব্রুয়ারি ৬৪তম জন্মদিনের একদিন পরে রয়েল ডারবি হাসপাতালে মারা যান তিনি। অন্যদিকে ডেরিক হৃদরোগে আক্রান্ত হন। পাশাপাশি তাঁর কিডনি সমস্যাও দেখা দেয়। রনের মৃত্যুর একদিন পর ওই একই হাসপাতালে ডেরিক মারা যান। এই দুর্ভাগ্যকে মেনে নিয়ে লিন্ডা ও অ্যান একই দিনে তাঁদের প্রিয়তমদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।
ডারবি শহরের চাদ্দেশদেনে বসবাসকারী তিন সন্তানের মা অ্যান বলেন, ‘তাঁরা একসঙ্গে চলে গেছেন। যদি তাঁরা এক মাস বা দুই মাসের ব্যবধানে চলে যেতেন, তাহলে আমাদের দুবার কষ্ট পেতে হতো। আমরা সারা বিশ্বে একসঙ্গে ভ্রমণ করেছি। ভালোবাসা দিবসে তিনি (রন রোজ) আমাকে সব সময় ফুল ও কার্ড উপহার দিতেন। আমি আমার স্বামী ও ভালো বন্ধুকে হারিয়েছি।’
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, ছয় নাতি-নাতনির দাদি ও নাদি লিন্ডা ডারবি স্পন্দনে বসবাস করেন। স্বামীর কথা বলতে গিয়ে বলেন, ‘শেষের কয়েকটা দিন আমরা একসঙ্গে ঘুমিয়েছি। যখন ডেরিক কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তখন প্রায়ই তাকে দেখতে সেখানে যেতাম। সেখানেই রন ও অ্যানের সঙ্গে আমার দেখা হতো। এটি আশ্চর্যজনক ঘটনা যে, তাঁরা দুজন একসঙ্গে চলে গেছেন। তাঁদের হারানোর ব্যথা আমরা দুই বোন একই সঙ্গে কাটিয়ে উঠতে পারব।’