সিরিয়ায় হোমস শহরে বোমা হামলা, নিহত ৪৬
সিরিয়ায় হোমস শহরে আসাদ সরকার নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলা হয়েছে। স্থানীয় সময় আজ রোববার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হোমস শহরের জেহরা জেলার সরকার নিয়ন্ত্রিত স্থানে হামলার ঘটনা ঘটে। পাঁচ বছরব্যাপী যুদ্ধে হোমস শহর প্রায় ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। এইচআরডব্লিউ জানিয়েছে, নিহত ৪৬ জনের মধ্যে ২৮ জনই বেসামরিক জনগণ।
এর আগে হোমস শহরের গভর্নরের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বোমা হামলায় ২৫ জন নিহতের কথা জানায়।