তথ্য অধিকার আইনে পরীক্ষার প্রশ্ন দাবি করল ছাত্র
তথ্য অধিকার আইনের অধিকারবলে সরকারের কাছে পরীক্ষার প্রশ্ন পাওয়ার দাবি করেছে এক জার্মান ছাত্র। আর সেই দাবিতে সাড়া না পাওয়ায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ওই ছাত্র।
যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান এই বিষয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জার্মান শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের উল্লেখ করে জানানো হয়, গত বছর ১৬ এপ্রিল স্কুলের আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছিল সিমন খ্রেডার নামের এক ছাত্র। ওই ছাত্র রাষ্ট্রের তথ্য আইনের স্বাধীনতা পেতে অনলাইন পলিটিক্যাল প্লাটফর্ম ‘ফ্রাগডেনস্টে ডট ডিয়ের’ মাধ্যমে সরকারের কাছে আবেদন করেছিল।
সিমন তখন তার স্কুলের পরীক্ষার অঙ্ক, কম্পিউটার বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের প্রশ্ন চেয়েছিল বলে জানিয়েছে গার্ডিয়ান।
গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন জানিয়েছে, ‘আমি খুবই আশা করেছিলাম তারা আমার আবেদনের জবাব দেবে। যদি তারা সময়মতো জবাব দিত তবে আমার পরীক্ষার জন্য খুবই উপকার হতো।’
তথ্য অধিকার আইনের আওতায় প্রত্যেকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তথ্য আইনে প্রত্যেক নাগরিক সরকারের কাছ থেকে তথ্যসেবা পাবে। সেটা যেকোনো ধরনের তথ্যের ক্ষেত্রেই কার্যকরী। সেই নির্দেশ আমার স্কুলের পরীক্ষার ব্যাপারে কার্যকর হবে না কেন? – গার্ডিয়ানকে পাল্টা প্রশ্ন করেন সিমন।