ভিক্ষুকের অ্যাকাউন্টে পাওয়া গেল ১০ লাখ টাকা!
তুরস্কে মোটা অঙ্কের ব্যাংক ব্যালান্সধারী এক ভিক্ষুককে আটক করা হয়েছে। আটকের পর মেহের গুলহিজার (৭০) নামের ওই নারী ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে ৩৪ হাজার তুর্কি লিরা পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানিয়েছে ডেইলি মেইল। ৩৪ হাজার তুর্কি লিরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকার সমমূল্যের।
গত সোমবার দেশটির আনাতলিয়া প্রদেশের উসেক শহরের একটি মসজিদের কাছ থেকে মেহের গুলহিজারসহ আরো ১২ ভিক্ষুককে গতকাল সোমবার ভিক্ষারত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। সত্যিকার অর্থে তারা ভিক্ষুক কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের একপর্যায়ে গুলহিজার (৭০) নামক এক নারী ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে ৩৪ হাজার তুর্কি লিরা জমানো আছে বলে প্রমাণিত হয়। পুলিশ জানিয়েছে, ৩০ বছর ধরে গুলহিজার প্রতিদিন উসেক শহরের বিভিন্ন মসজিদের পাশে ভিক্ষা করেন।
পুলিশের ধারণা, প্রতিদিন ভিক্ষা করে গুলহিজার টাকাগুলো জমা করেছেন। তবে ৭০ বছর বয়সী ওই নারী ভিক্ষুক টাকাগুলো তাঁর মেয়ের বলে জানান এবং পরবর্তী সময়ে আর ভিক্ষা করবেন না বলে পুলিশকে জবানবন্দি দিয়েছেন।