চলে গেলেন ফিদেল ক্যাস্ট্রোর ভাই র্যামন
কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো ও দেশটির বিপ্লবী আইকন এবং সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর বড় ভাই র্যামন ক্যাস্ট্রো (৯১) আর নেই। দেশটির রাজধানীর একটি হাসপাতালে স্থানীয় সময় বুধবার সকালে তিনি মারা যান।
রাউল ক্যাস্ত্রোর পারিবারিক সচিব ও কিউবার সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, র্যামন ক্যাস্ট্রো পেশায় কৃষক ছিলেন। ১৯৫৯ সালে বিপ্লবের পর তিনি কৃষি নীতি করার ক্ষেত্রে প্রভাব রাখেন। তবে তিনি কখনোই রাজনীতি বা সরকারের সাথে যুক্ত ছিলেন না।
র্যামন ১৯২৫ সালে কিউবার পূর্বাঞ্চলের হলজুইন প্রদেশের কৃষি প্রধান গ্রাম বিরানে জন্মগ্রহণ করেন। তিনি স্প্যানিশ অভিবাসী অ্যাঞ্জেল ক্যাস্ট্রো ও কিউবার বংশোদ্ভূত লিনা রুজের সাত সন্তানের মধ্যে দ্বিতীয়। যখন তাঁর অন্য ভাইয়েরা বিপ্লবী কর্মকাণ্ড ও রাজনীতিতে জড়িয়ে পড়েন, তখন তিনি পারিবারিক খামার দেখাশোনা করতেন।