জিতেই চলছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার নেভাদা অঙ্গরাজ্যে বড় জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পরপর তিনটি রাজ্যে জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প এবং ধারণা করা হচ্ছে, তিনিই হচ্ছেন আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, নেভাদা ককাসে ৪৬ দশমিক ৪১ শতাংশ সমর্থন পেয়েছেন ট্রাম্প। এর আগে মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনা ককাসে জিতেছেন।
এদিকে নেভাদায় রিপাবলিকান দলের মার্কো রুবিও হয়েছেন দ্বিতীয়। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ২৪ দশমিক ১৪ শতাংশ এবং ১৯ দশমিক ৮১ শতাংশ ভোট পেয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।
আর রিপাবলিকান পার্টির অপর প্রার্থী অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কারসন পেয়েছেন ৮ শতাংশ ভোট। আর ৪ শতাংশ ভোট পেয়ে সর্বনিম্ন অবস্থানে আছেন ওহাইওর গভর্নর জন কাসিচ।
তবে এই রাজ্যে ব্যালট পেপারের সংকট আর ভোটারদের পরিচিতি নিশ্চিত করা নিয়ে কিছু অভিযোগ উঠেছে বলে জানিয়েছে রয়টার্স।
তবে বিশ্লেষকদের ভাষ্য, পর পর তিনটি ককাসে জয়ী হওয়ার পর ট্রাম্পকেই সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনে করা হচ্ছে।